আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক বাস চালককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মুমিন চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে একটি কমিউনিটি সেন্টার সহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও ২ ব্যাবসা প্রতিষ্টানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।
গত সোমবার রাত ১০ টায় আনোয়ারা উপজেলার তেকোটা রাস্তার মাথা, মালঘর বাজার, ছত্তার হাট, জয়কালী বাজার ও উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও বিদ্যুত সংযোগ বিছিন্ন করেন। এসময় পল্লীবিদ্যুতের ডিজিএম জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরাল অভিযান পরিচালনা করবে।













