১০ নভেম্বর ২০২৫

আনোয়ারায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ চাপায় দীপংকর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ স্কয়ার কোম্পানির পিকআপটি ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড়ে ওষুধ কোম্পানির একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় দীপংকর।

নিহত দীপংকরের বাড়ি পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামে। সে স্থানীয় মৃত সজলের একমাত্র পুত্র। তার বাবাও কিছুদিন পূর্বে মারা গেছেন বলে জানা গেছে।

জানা যায়, নিহত দুর্জয় চাতরী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে তার খালাতো ভাই দুর্জয় এবং তার মামা সুজিতের সাথে আনোয়ারা সদরে যায়। সেখান থেকে সবাই কালাবিবির দীঘির মোড়ে নামে। তার মামা সুজিত গাড়ি ভাড়া দেওয়ার সময় দীপংকর দুর্জয়ের হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় ওষুধ কোম্পানির গাড়িটি তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, সকাল ১১টায় গাড়ি চাপায় একজন শিশু নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। শিশুটিকে চাপা দেয়া পিকআপ ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন