আনেয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় উপজেলা সম্মেলনকে সফল করার লক্ষে চাতরী ইউনিয়নের সিংহরা ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
সিংহরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মো. মাইনুদ্দিন, প্রধান অতিথি ছিলেন চাতরী ইউপি চেয়ারম্যান আফতাবউদ্দিন চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বার, আওয়ামী লীগ নেতা শওকত ওসমান, উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, চাতরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সামশুল আলম সাধারণ সম্পাদক ও সিংহরা ওয়ার্ড ইউপি সদস্য ধনঞ্জয় বিশ্বাস ভোলা, যুবলীগ নেতা আবুল মনসুর। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজন মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বাবলা মল্লিক, ছাত্রলীগ নেতা রিফাত খান, আওয়ামী লীগ নেতা দীলিপ নাথ, পঙ্কজ দেবনাথ, হিরু দেবনাথ প্রমুখ।
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাবউদ্দিন চৌধুরী সোহেল বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আনোয়ারায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ চলছে। আগামী নির্বাচনে জাবেদ ভাইকে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তাই আসুন, ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করি। যদি কেউ বিশৃঙ্খলা করেন, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।













