২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাত  বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোররাতে বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত বৃদ্ধটি  পাগল বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গত দুই বছরে আনোয়ারায় হাতির আক্রমণে  বহু লোক  হতাহত হয়েছে, অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর করেছে। কিন্তু তারপরও টনক নড়ছেনা বনবিভাগের।

স্থানীয় ইউপি মেম্বার মো.  সোলায়মান বলেন, সোমবার দিবাগত রাতে অজ্ঞাত এই পাগল নিহত হয়েছে। বিষয়টি আমি থানাকে অবগত করেছি। পুলিশ আসবে বলছে।

হাতি তাড়ানোর ৫নং ওয়ার্ডের দলনেতা আবু বক্কর বলেন,  এই হাতিগুলো আমার নিজের ঘরেও তান্ডব চালিয়েছে। আমাকেও আহত করছে। হাতি গুলো প্রতিদিন শেষ রাতে কারো না কারো ক্ষতি করে চলছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম ইয়াসিন নেওয়াজ বলেন, ‘আনোয়ারায় হাতির আক্রমণের ব্যাপারে আমরা সজাগ  রয়েছি ।  কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়   তার জন্য বিভিন্নভাবে কাজ করছি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন