৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, পরৈকোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর করেছেন। আনোয়ারায় ও আমরা দ্বিতীয় পর্যায়ে হাজীগাঁও মৌজায় ১০০ পরিবারকে ঘর হস্তান্তর করেছি। ঘর পেয়ে গৃহহীন ও ভূমিহীনরা বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। পরবর্তী ধাপের জন্য সেখানে আরও ঘর নির্মাণ করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ