২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারা ইউপি নির্বাচন/ নৌকার প্রার্থীর পক্ষে আ.লীগের কর্মী সমাবেশ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম শাহ ও জানে আলমের পক্ষে বারশত ও রায়পুর ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ কাশেম, রায়পুর ইউনিয়নের কৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. জানে আলম।

অন্যদিকে সন্ধ্যায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপেিত্ব কর্মী সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী মঞ্জু, বারশত ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।

বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে বরুমচড়া নলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, দক্ষিণজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, এবার যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে জননেত্রী শেখ হাসিনা সরাসরি মনোনয়ন দিয়েছেন। ভূমিমন্ত্রী তিনজন করে কেন্দ্রে নাম পাঠিয়েছেন। যারা প্রার্থী হয়েছেন তাদের নামও পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে নেত্রীই সিদ্ধান্ত দিয়েছেন। কাজেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে যাওয়া মানে সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া। তাই যারা আগামী ১৯ তারিখের মধ্যে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার করবেননা তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। তাই দয়া করে আপনার দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না।

আরও পড়ুন