আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার(৪ জুন) দুপুরে হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের মো. নাছির উদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, মো. এমরান, মো.মুশফিকুর রহমা, মো.জুপিটার, মো.আসফার, আব্দুস সোবহান, ওয়ালিউর রহমান প্রমুখ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। হামলায় আহতরা হলেন মো. সেলিম, মো. ফেরদৌস, মো. এনাম।
জানা যায়, হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের নাছির উদ্দীন গং এবং এমরান গংদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের লোকেরা ভুক্তভোগীদের উপর হামলার পরিকল্পনা করে আসছে দীর্ঘদিন থেকে।আজ ৪ জুন দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদীপক্ষের উপরম হামলা চালায়। হামলায় ৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্বার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগকারী মো. নাছির বলেন, আমরা কোনো কিছু বুঝে উঠার আগে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে।আমরা প্রশাসনের নিকট এই হামলার সুষ্ঠু বিচার চাই।
আনোয়ারা থানার এসআই জুয়েল বলেন, ইছাখালী এলাকার হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বাংলাধারা/্এফ্এস/্এআর













