২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারা-বাঁশখালী সড়কের দূর্ঘটনারোধে ব্যবস্থা নিতে ছাত্রলীগের মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা-বাঁশখালী সড়কের দূর্ঘটনারোধে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। সম্প্রতি পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড় থেকে তৈলারদ্বীপ সেতু পর্যন্ত প্রতিদিন দূর্ঘটনা ঘটছে। এতে হতাহত হচ্ছে যাত্রী-সাধারণ। কয়েকদিন আগে কেএসআইয়ের শ্রমিকবাহী চাঁদের গাড়ীর সাথে ট্রাকের সংঘর্ষ হলে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের একজন শ্রমিক নিহত ও দশজন আহত হন। এর আগে ট্রাকের নীচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সবমিলিয়ে গত এক মাসে পিএবি সড়কের এই জায়গাটিতে প্রতিদিন সড়ক দুর্ঘটনা লেগেই আছে। আর এজন্য দায়ী চালকদের পাল্লা দিয়ে বেপরোয়া গাড়ির চালানো, ওভারটেকিংসহ বিভিন্ন কারণ। এসব কারণের মধ্যে নতুন করে যোগ হয়েছে বাঁশখালী থেকে লবন বোঝাই ট্রাকের চলাচলের কারণে সড়কে লবণ মিশ্রিত পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়া। এসব কারণে প্রতিদিন বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে।

আর এর থেকে মুক্তি পেতে উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আজ এক মানববন্ধন ও সচেতনতামূলক লিফলেট বিতরন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ, ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন, দিদারুল ইসলাম তৌহিদুল ইসলাম, মো. ওয়াহিদ, মো. মিরাজ, মো.গিয়াস, দুলাল, ইমন, রিপন, সিফাত, মো. সোহেল, আবদুল আহাদ প্রমুখ।

যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ বলেন, আমরা এখন এই সড়কে খুব আতঙ্কের মধ্যেই যাতায়াত করছি। এই সড়কে এখন চলাচলে কেউ নিরাপদ নই।

ছাত্রলীগ নেতা সোহেল মফিজ বলেন, আনোয়ারা-বাঁশখালী সড়কের এখন যে পরিস্থিতি, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরতে পারব এই নিশ্চয়তা নেই। এজন্য দায়ী ফিটনেসবিহীন গাড়ী, অতিরিক্ত গতি, লবণের গাড়ী চলাচলসহ বিভিন্ন কারণ। এসব কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

মানববন্ধন শেষে একটি মিছিল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন