আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলা সদর ইউনিয়ন পরিষদে ৭৫ জন উপকারভোগীকে ভিজিডির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের মাঠে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব।
তিনি বলেন, সরকার দুঃস্থদের মাঝে স্বচ্ছলতা আনতে এই প্রকল্প হাতে নিয়েছেন। গত দুই বছর আমার ইউনিয়ন পরিষদ থেকে ৭৫ জন দুঃস্থকে চাল বিতরন করেছি। সে সাথে তাদের জমানো টাকা ফেরত পাবেন।
জানা যায়, ৭৫ জন উপকারভোগী ২ বছর ধরে এ সুবিধা গ্রহণ করে আসছেন এবং প্রতিজন থেকে প্রতিমাসে ২০০ টাকা করে সরকারি খাতে জমা নেওয়া হয়। যা ২ বছর পর চলতি মাসে লাভসহ ফেরত পাবেন তারা। পশু পালন বা ক্ষেতখামারে ব্যয় করে স্বাবলম্বী হওয়ার জন্য টাকাগুলো লাভসহ একসাথে ফেরত দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য অচ্যুত শীল রনি, মোকতার হোসেন, লিটন সিকদার, উদ্যোক্তা হামিম আহমেদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর













