৮ ডিসেম্বর ২০২৫

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে ডিউড্রপস স্কুলে কারাতে বেল্ট ও সনদ প্রদান

বাংলাধারা প্রতিবেদন »  

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিউড্রপস প্রিপারেটরি স্কুলের কারাতে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী দের কারাতে বেল্ট ও সনদ প্রদান করা হয়।

স্কুলের প্রিন্সিপাল হুসনুল কামরাইন খান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ছাত্র-ছাত্রী দের মাঝে কারাতে বেল্ট ও সনদ প্রদান করেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন স্কুলের শিক্ষিকা শাহেদা বেগম, শিরিন আক্তার, নয়ন আরা জান্নাত, আরজুমান বানু, ফারহানা ইসলাম রুহি, মারজিনা বেগম আরজু, আবিদা রহমান, সায়রা খানম, সুলতানা বেগম, নিশাত, ফারহানা হোসাইন, বাধন দাশ, রেশমী, সহকারী কারাতে প্রশিক্ষক উষা হলা মারমা, শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সন্ঞালনায় ও বেলট পরিয়ে দেন স্কুলের চিফ ট্রেইনার সেনসি এ বি রনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন