২৪ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক কারাতে সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন সেনসী এ বি রনি

আগামী ২৯-৩১ শে মার্চ জাপানের টোকিও তে বিশ্বের সর্ববৃহৎ কারাতে সংগঠন সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন এর আমন্ত্রণে আন্তর্জাতিক কারাতে সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কোচ সেনসী এ বি রনি। ২৭ মার্চ রাত ১১ টার ফ্লাইটে টোকিও যাচ্ছেন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই (এসকেআইএফ বাংলাদেশ) ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র কোচ সেনসী শামসির আলম ভুঁইয়া, জাতীয় দলের সাবেক স্বর্নপদক বিজয়ী সেনসী আফজাল ইসলাম, সেনসী সারোয়ার ইসলাম, সেনসী উক্য হ্লা মারমা, ও সেনসী নজরুল ইসলাম। সেনসী এ বি রনি সবার কাছে দোয়া চেয়েছেন

আরও পড়ুন