বাংলাধারা প্রতিবেদন »
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে সংগঠনের আহ্বায়ক যুব নেত্রী অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন মমতাজ বেগম রোজী, জিন্নাত সুলতানা ঝুমা, সায়কা দোস্ত, কোহিনূর আক্তার, তাজরীন চৌধুরী, ইয়াসমিন মিনুসহ অন্যান্য নেত্রীবর্গ।

যুব মহিলা লীগের শ্রদ্ধা ফুলে লক্ষনীয় বিষয় ছিল পুষ্পস্তবকে সৃজনশীলতা। খুব ব্যতিক্রম ছিল পুষ্পস্তবকটি বর্নে ও গঠনে। ভাষার প্রতি, শহীদের প্রতি ভালোবাসার প্রকাশে এ যেন অন্যরকম আয়োজন ও সৃজনশীলতা।
বাংলাধারা/এফএস/এআর













