২৪ অক্টোবর ২০২৫

আন্দরকিল্লায় ওয়াসার লাইনে পিঙ্ক কালারের পানি, ব্যবহারে সংশয় সাধারণ মানুষের

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকার ৪টি আবাসিক ভবনের ওয়াসার লাইনে পিঙ্ক কালারের (গোলাপি রং) পানি পাওয়া গেছে। এর ফলে অত্র এলাকার মানুষ ওয়াসার পানি ব্যবহারে সংশয় প্রকাশ করেছে অনেকেই।

ওয়াসা সূত্রে জানা যায়, শনিবার (১৪ আগস্ট) ওয়াসার টেস্টিং পানি ডুকে পড়ে রাজাপুকুর লেইন এলাকায়। দিদার মার্কেট থেকে চট্টগ্রাম কলেজ পর্যন্ত ওয়াসার পাইপ লাইন এ ফাটল আছে কিনা তা দেখার জন্য এই বিশেষ রং মিশ্রিত পানি ব্যবহার করা হয়েছিল।

রাজাপুকুর লেইনের বাসিন্দা সুপন বড়ুয়া বাংলাধারাকে জানায়, ‘গতকাল সকালে জমিদার এই পানি এনে দেয়। এরপর দেখি গোলাপি রং এর পানি। এই পানি ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ হলে আমি ফেইসবুকে ছবিসহ পোস্ট করি।’

সুপন বড়ুয়া জানায়, ফেসবুকে ছবিসহ পোস্ট করার পর ওয়াসার প্রকৌশলীরা তার সাথে যোগাযোগ করেন।

ওয়াসার সহকারি পরিদর্শক প্রকৌশলী সেখ মনিরুল আজাদ বাংলাধারাকে বলেন, ‘ফেসবুকে সুপন বড়ুয়ার পোস্ট দেখে তার সাথে যোগাযোগ করি। আজকে রাজাপুকুর লেইন এ গিয়ে পরিদর্শন করেছি।’

গোলাপি রংয়ের পানি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পাইপ লাইনে ফাটল আছে কিনা তা খতিয়ে দেখবার জন্য চটগ্রাম কলেজ থেকে দিদার মার্কেট পর্যন্ত পাইপ লাইনে রং মিশিয়ে পানি ব্যবহার করি। এর মধ্যে কোথাও ফাটল ছিল, তাই রাজাপুকুর লেইনের পাইপ লাইনে ঢুকে পড়ে।’

তিনি আরও বলেন, ‘এই পানি খাওয়া অযোগ্য, তবে ঘরের কাজে ব্যবহার করা যাবে।’

আরও পড়ুন