আনোয়ারা প্রতিনিধি »
ভুূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনারা কেমন আছেন। আপনাদের যাতে কষ্ট না হয় সেজন্য আমি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিচ্ছি। আপনারা কষ্ট করে আর ক’টা দিন ঘরে থাকবেন। বাইরে ঘুরাফেরা করবেন না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে েদখার পর রায়পুর ইউনিয়নে খাদ্যদ্রব্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ মালেক, বোরহন উদ্দিন চৌধুরী মুরাদ,রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম, বারখাইন ইউনিয়ন চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল প্রমুখ।
এসময় সাড়ে চারশত পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













