২৩ অক্টোবর ২০২৫

আপনার মেয়েকে স্বাবলম্বী করুন : আমেনা বেগম

বাংলাধারা প্রতিবেদন »

ইবে গরু ন দে ,ইবে ফার্ণিচার ন দে , ইছা মাছ ন দে চট্টগ্রামে এ রকম কথা বলে গৃহবধূদের মানসিক নির্যাতন করে শ্বশুরবাড়ির লােক। আমার কাছে কয়েকশো  ডিভোর্সের মামলা আছে যা খাবারের জন্য টর্চার থেকে হয়েছে। এত খরচ করে বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন। আপনার মেয়েকে স্বাবলম্বী করুন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধ মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এসব কথা বলেন।

তিনি সমবেত নারীদের উদ্দেশ্য করে বলেন, কোথাও নারী নির্যাতনের খবর পেলে ৯৯৯ এ কল দেন।

তিনি বলেন, আপনি মা জানেন সন্তান কার সাথে মিশছে । মাদকাসক্ত হচ্ছেন কিনা। ৭০ লাখের বেশি মাদকসেবী এ দেশে।এসব মাদক আসছে প্রতিবেশী দেশ থেকে।জনতাই আমাদের দূত।তারাই আমার  সাের্স।

তিনি আরো বলেন, ভাড়াটিয়ার আচরণ  সন্দেহজনক হলে পুলিশে খবর দিন। ।  নজর রাখবেন, জঙ্গি  আছে কিনা ।  বোমা বানাচ্ছে কিনা।  মেয়রের সহযোগিতায় আমরা জঙ্গিবাদবিরোধী পোস্টার ছাপিয়ে সচেতনতা সৃষ্টি করেছি।

মহাসমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সকলকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি বিরুদ্ধে শপথ করান।

সমাবেশে ২৭ ওয়ার্ডের কাউন্সিলর এইচএম সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিল জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মো. জাবেদ, কাউন্সিলর ইসমাইল বালি ও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন