২৩ অক্টোবর ২০২৫

আপনার রাশিফল— এ সপ্তাহ কেমন যাবে

পরিশ্রম, চেষ্টা ও ভাগ্য এই তিনের সমন্বয়ে মানুষের কর্মক্ষমতা সাধিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবন ১২টি রাশি ও ২৭টি নক্ষত্র দ্বারা ভাগ্য প্রভাবিত। রাশি অনুযায়ী শুভ ও অশুভ সময় নির্ধারণের জন্য মাহেন্দ্র-অমৃত যোগ, করণ, তিথি, নক্ষত্র, দন্ড, বারবেলা, কালবেলা ইত্যাদি পঞ্জিকা মতে অনুসরণ করলে চলার পথে কল্যান সাধন হয় ও সর্তক হওয়া যায়।

পাশ্চাত্য সংখ্যা জ্যোতিষে (১১-১৮ মার্চ) তারিখের রাশিফল বিচারে সাপ্তাহিক দিক নির্দেশনা দেওয়া হল—

মেষ : কোন কীট পতঙ্গ বা হিংস্র প্রাণীর দংশনের স্বীকার হতে পারেন। বিদেশ যাত্রা শুভ। সমালোচনা সহ্য করার সক্ষমতা বাড়বে। নতুন আসবাবপত্র ক্রয় শুভ। ভিক্ষুক বা গরীব দুঃখীদের সহায়তা করুন। চমৎকার একটি আনন্দদায়ক সপ্তাহ কাটবে আপনার। ব্যাংক ব্যালেন্স বাড়াতে তৎপর হোন।
শুভ সংখ্যা- ৯; শুভ রং- লাল ও বেগুনি।

বৃষ : ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বাড়বে। দীর্ঘদিনের মনের কোন সুপ্ত কথা প্রকাশ করে স্বস্তি অনুভব করবেন। সপ্তাহব্যাপী কর্মব্যস্ততা বাড়বে। আত্মীয়স্বজনের সাথে সমাগম বাড়বে। কেনাকাটা শুভ। পরিবারের গুরুজনদের প্রতি যত্নশীল হোন।
শুভ সংখ্যা- ৬; শুভ রং- সাদা, গোলাপী, সবুজ।

মিথুন : জমি সংক্রান্ত বিরোধ আপনাকে চিন্তাযুক্ত করবে। স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। কম্পিউটার বা কোন ইলেক্ট্রনিক্স বস্তু কেনার ইচ্ছে থাকলে এ সপ্তাহ আপনার জন্য অত্যন্ত শুভ। বাগান চর্চা বা সঙ্গীত সাধনা আপনাকে স্বস্তি দিবে।
শুভ সংখ্যা- ৫; শুভ রং- সবুজ, সাদা ও নীল।

কর্কট : আপন কুটুম্বদের সাথে সর্ম্পকের বিরোধ হতে পারে। আর্থিক ব্যয় বাড়বে। পরিকল্পনা করে ভেবে চিন্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। অংশীদারী ব্যবসায় শুভ। দূরের যাত্রা শুভ। শিক্ষার্থীদের নতুন বিষয় অধ্যয়ন শুভ।
শুভ সংখ্যা- ২; শুভ রং- সাদা, হলুদ ও হালকা বেগুনী।

সিংহ : নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। চাকরির বাজারে বা প্রতিযোগিতাশীল কোন জায়গায় লক্ষ্যর্জন সহজ হবে। আগুন বা পানি থেকে সাবধান। প্রকৃতির সাথে কিছুটা সময় কাটালে বেশ ভালো হয়। নতুন পোশাক ক্রয় শুভ।
শুভ সংখ্যা- ১; শুভ রং- লাল, হলুদ ও বেগুনী।

কন্যা : পূর্বের ক্রয় করা কোন স্থায়ী সম্পত্তির ভালো বিক্রয় মূল্য পেতে পারেন। ফটকা ব্যবসায় শুভ। নিজের বাড়ি ঘর ভালো করে পরিস্কার করুন। অর্থের ফুলঝুড়ি বাড়বে। চিন্তা মুক্ত থাকুন। নতুন আত্মীয়তা হতে পারে।
শুভ সংখ্যা- ৫; শুভ রং- সবুজ, সাদা ও হালকা নীল।

তুলা : ধার বা লোন না করলে ভালো। সঙ্গীনির সাথে প্রেম ও ভালোবাসা দৃঢ় হবে। নিচু থেকে উচুতে উঠতে সতর্ক থাকুন। ঘরের ছোট বাচ্চাকে চোখে চোখে রাখুন। খুব কাছের মানুষের কথায় মনে কষ্ট পেতে পারেন। ভ্রমণ ও যোগাযোগ শুভ।
শুভ সংখ্যা – ৬; শুভ রং – সাদা, সবুজ ও আকাশি

বৃশ্চিক : পরীক্ষায় সফলতা লক্ষ্য করা যায়। গণিত চর্চা শুভ। ভূমি লাভ হতে পারে। জীবনধারায় বেশ পরিবর্তন দেখা যাবে। কোন বড় অনুষ্ঠানে সংবর্ধিত হতে পারেন। বসের কাছে প্রশংসার পাত্র হবেন। পরিবারে আপনার ভূমিকা বাড়বে। গবাদিপশুর ব্যবসায় নিয়োজিত হতে পারেন। নিমন্ত্রণ আমন্ত্রণে আত্মীয়স্বজনের সমাগম বাড়বে আপনার বাড়িতে। আজকের কাজ আজকেই করুন নতুবা সপ্তাহ শেষে কাজের ফিরিস্তি আরো বাড়তে পারে।
শুভ সংখ্যা- ৯; শুভ রং- লাল, সবুজ ও গোলাপি।

ধনু : বেশ স্মৃতিময় একটি সপ্তাহ কাটাতে যাচ্ছেন আপনি। কোন প্রফেশনাল দক্ষতা অর্জনে সচেষ্ট হোন ভবিষ্যতে কাজে লাগবে। বাবা মায়ের যত্ন নিন এবং তাদের উপহার দিন। যাদের বিবাহ বিলম্ব হচ্ছে এ সপ্তাহে কোন ভালো সংবাদ পেতে যাচ্ছেন নিশ্চিত থাকুন। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। জীবন ও জীবিকায় ভারসাম্য আসতে পারে।
শুভ সংখ্যা- ৩ শুভ রং- হলুদ, আকাশী ও হালকা গোলাপি।

মকর : চোখের যত্ন নিন। পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। প্রতিযোগিতাপূর্ণ কোন পরীক্ষায় আপনার সাফল্য লক্ষনীয়। যানবাহনে সর্তক থাকুন। ছিনতাই বা চুরির শিকার হতে পারেন। লোভ সংবরন করুন নতুবা বড় রকমের খেসারত দিতে হতে পারে। গরীব মানুষকে খাওয়ার কিনে দিন। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। বিদেশ যাত্রার চেষ্টা শুভ।
শুভ সংখ্যা- ৮ শুভ রং- নীল, বেগুনি, সাদা, সবুজ।

কুম্ভ : পাওনা টাকা আদায় হতে পারে। তরল জাতীয় খাদ্য বেশি গ্রহণ করুন। কিডনি ও লিভারের যতœ নিন। বহুমূত্র রোগ আপনার এ সময় শারীরিক ভারসাম্যে জঠিলতা তৈরি করতে পারে। বিদার্থীদের জন্য বেশ শুভ। সুযোগ থাকলে খোশগপ্পে মেতে উঠুন। গান শুনুন। কারো নিমন্ত্রণ বা আমন্ত্রণে সাড়া দিন।
শুভ সংখ্যা- ৪, ৮; শুভ রং- নীল, সবুজ, সাদা বেগুনি।

মীন : শুভ কাজ অতিস্য শীঘ্রম। বিয়ের কথা পাকাপাকি করে ফেলুন। সৃজনশীল বা শৈল্পিক কোন কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। ভ্রমণ শুভ। আর্থিক লেনদেনে সর্তকতা অবলম্বন জরুরি। বাবার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া জরুরি। বাগানে সময় দিতে পারেন মন ভালো থাকবে। ধর্মগ্রন্থপাঠ করতে পারেন। পড়ালেখায় আরও মনোযোগি হওয়া জরুরি। বন্ধুদের কারণে কোন বিপদে পড়তে পারেন। পুরনো কোন রোগ আবারো মাথা চড়া দিয়ে উঠতে পারে। পরিবারকে সময় দিন।
শুভ সংখ্যা- ৩ ও ৭; শুভ রং – হলুদ, আকাশী ও ক্রীম সাদা।

আচার্য্য নারায়ন শাস্ত্রী। অধ্যাপনা ছাড়াও বৈদিক ও সংখ্যা জ্যোতিষ নিয়ে কৌতুহল রয়েছে তাঁর। দীর্ঘ অভিজ্ঞতায় ইতোপূর্বে বেশ কিছু ভবিষ্যত দিক নির্দেশনা তাঁকে প্রশংসিত করেছে। পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জ্যোতিষ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ- ০১৩০৬৪৩৭৮৫৮।

আরও পড়ুন