বাংলাধারা প্রতিবেদন »
‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছেন চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা।
শনিবার (২১ মার্চ) বেলা বারোটার দিকে নগরীর প্রেসক্লাবের সামনে ‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’ লিখা প্ল্যাকার্ড নিয়ে ব্যক্তিগত উদ্যোগে জনসচেতনতামূলক এ মানববন্ধন করেন তারা।
এ জনসচেতনতামূলক মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনুপম পার্থ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সবুজ, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার প্রার্থ প্রতিম বিশ্বাস, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল সুমন, বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম’র উজ্জ্বল ধর প্রমুখ।
ব্যক্তিগত উদ্যোগে করা এ মানবন্ধনে অংশগ্রহণকারী ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান মাসুদুল হক জানান, চট্টগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ক্ষুদ্র প্রয়াস।
করোনাভাইরাস নিয়ে জনসাধারণকে সচেতন করতে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামের এই গণমাধ্যমকর্মীরা নিরলসভাবে খবর সংগ্রহ করে যাচ্ছে। তারা তাদের জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তারা সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে সাধারণ মানুষ ঘর থেকে বের না হয় এবং সচেতন থাকেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













