বাংলাধারা ডেস্ক »
হাল ছাড়া নয়। শেষের আগে হারা নয়। নেতৃত্বে ফেরা সাকিবের এই মন্ত্রে অল্প রানে লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু নাগালে লক্ষ্য পাওয়া আফগানদের আটকানো সম্ভব হয়নি। শেষে দারুণ ব্যাটিং করে নয় বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে নাম লিখিয়েছে মোহাম্মদ নবীর দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক জানিয়ে শুরুতে ব্যাটিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। অথচ দুবাই স্টেডিয়ামে দুই ম্যাচের টস জয়ী দল পরে ব্যাটিং করে ম্যাচ জিতেছে। ফ্রেশ উইকেটে সিদ্ধান্ত ভালো হয়নি শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় বুঝতে পারে বাংলাদেশ। ২৮ রানে হারায় ৪ উইকেট। একে একে ফিরে যান নাঈম শেখ (৬), এনামুল বিজয় (৫), সাকিব (১১) ও মুশফিকুর রহিম (১)।
এরপর পাঁচে নামা আফিফ হোসেন এবং ছয়ে নামা মাহমুদউল্লাহ ধীর ব্যাটিংয়ে ২৫ রানের জুটি গড়েন। আফিফ ফিরে যান ১৫ বলে করেন ১২ রান। মাহমুদউল্লাহও সুবিধা করতে পারেননি। তিনি কচ্ছপ গতির ব্যাটিংয়ের বৃত্তে বন্দি থেকে রশিদ খানের বলে ২৭ বলে এক চারে ২৫ করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। এছাড়া শেখ মেহেদি ১২ বলে ১৪ রান যোগ করেন।