২৯ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

বাংলাধারা ডেস্ক »

আফগানিস্তানের রাজধানী কাবুলে  আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭ টায় কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির সামনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে একাডেমির সামনে থাকা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বিস্ফোরণে আহতেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোন পক্ষ হামলার দায় স্বীকার না করলেও তালেবান জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করছে আফগান সরকার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন