৪ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে তালেবান হামলায় ১০ পুলিশ নিহত

বাংলাধারা ডেস্ক »

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পুলিশফাঁড়িতে তালেবান হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। বুধবার কর্মকর্তারা এ খবর জানান।

জঙ্গিগ্রুপটির সাথে ওয়াশিংটনের চলমান আলোচনা সত্ত্বেও দেশজুড়ে সহিংসতা আরো তীব্র হয়েছে।

বাগলান প্রদেশে মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আহমাদ জাভেদ বাসারাত জানিয়েছেন।

তিনি বলেন, তালেবানরা বিভিন্ন দিক থেকে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ হয় এবং তা কয়েকঘন্টা ধরে চলে। সংঘর্ষে ১০ পুলিশ নিহত হয়। তালেবান পক্ষেও হতাহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি হতাহতের এ খবর নিশ্চিত করেছেন।
তালেবানও টুইট করে এ হামলার খবর নিশ্চিত করে বলেছে, তাদের এ হামলায় একজন কমান্ডারসহ ১৭ পুলিশ নিহত হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন