৪ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ১৩ সেনা নিহত

বাংলাধারা ডেস্ক »

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৩ সেনা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরো ১২ সেনা ও পুলিশ। আরো তিন সেনাকে পণবন্দি করে নিয়ে গেছে জঙ্গিরা।

আফগান কর্মকর্তারা জনান, মঙ্গলবার মাঝরাতে কুন্দুজের দাশত-ই-আর্জি জেলার নিরাপত্তা চৌকিতে বিভিন্ন দিক থেকে হামলা চালায় তালেবান যোদ্ধারা। তালেবান হামলার পাল্টা জবাব দেয় সেনারাও। দু পক্ষের মধ্যে সংঘর্ষ চলে বুধবার ভোর পর্যন্ত। এসময় ১৩ সেনা নিহত হয়। এছাড়া আহত হয়েছে আট সেনা এবংকমপক্ষে চার পুলিশসহ মোট ১২ জন।

ওই চৌকি থেকে বেশ কিছু সমরাস্ত্রও লুট করে নিয়েছে তালেবান যোদ্ধারা। তবে আফগান সেনারা পরে তাদের হটিয়ে ওই চৌকি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

এর মাত্র একদিন আগে বাগলান প্রদেশে অন্য এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১১ পুলিশ নিহত হয়েছিল।

প্রসঙ্গত, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালেবানরা সবচেয়ে বেশি সক্রিয়। তারা সেখানে কর্মরত নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন