২৭ অক্টোবর ২০২৫

আজ শেষ ওয়ানডে

আফগান ওয়াশ এড়াতে পারবে কী বাংলাদেশ?

আফগানিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে প্রথমবারের মতো দলটির কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের একটিতেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি লিটন কুমার দাশরা। ইতোমধ্যে সিরিজ হারা টাইগারদের সামনে এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই! শেষ ম্যাচে জিতে লিটন-নাজমুল হোসেন শান্তরা কি পারবে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে? আজ দুপুর ২টা শুরু হবে তৃতীয় এই ওয়ানডে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দারুণ ছন্দে ছিলো বাংলাদেশ দল। একমাত্র টেস্টে হাশমতউল্লাহ শহীদির দলকে ৫৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তার আগে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এসেছে। একই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠেও সিরিজ জিতেছিলো টাইগাররা। কিন্তু আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন নিজেকে হারিয়ে খুঁজছে বাংলাদেশের ক্রিকেটাররা। দুই ওয়ানডেতে একটি করে ফিফটির ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। যা দলের কোনো কাজেই লাগেনি। মুশফিকের ফিফটি করার ম্যাচে বাংলাদেশ রশিদ খানদের বিপক্ষে হেরেছে ১৪২ রানের বিশাল ব্যবধানে। এছাড়াও দুই ম্যাচে কোনো টাইগার ক্রিকেটার এখন পর্যন্ত ব্যাটে বলে কোনো ভূমিকা রাখতে পারেনি!

বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের বোলিং আক্রমণ তুলনামূলক ভালো তা স্বীকার করতেই হবে। দলে বিশ্বমানের তিন স্পিনারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফজল হক ফারুকিও দারুণ পারফর্ম করছেন। তাই বলে টাইগার ব্যাটাররা একটুও লড়াই করতে পারবে না সিরিজ শুরুর আগে কয়জন ক্রিকেট বিশ্লেষক-সমর্থকেরা ভেবেছিলেন?

বাংলাদেশের প্রত্যাশা ছিলো আফগানদের সাদা বলের ক্রিকেটে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে যাওয়া। উল্টো সাকিব আল হাসানদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই!

আরও পড়ুন