২৩ অক্টোবর ২০২৫

আবর আমিরাতে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবির ইন্টার কন্টিনেন্টাল হোটেল বলরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৫ এপ্রিল রাতে আবুধাবীতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩২টি দেশের ৩২ জন কূটনৈতিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী মহামান্য আহমেদ বিন আলী আল সায়েগ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

বক্তব্যে আমিরাত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন। এসময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল, বাংলাদেশ দূতাবাস আবুধাবী ও দুবাই কনসুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তা তাদের পরিবার, বিমানবাংলাদেশ, বাংলাদেশ জনতা ব্যাংকের কর্মকর্তাগণ, সি আই পি বৃন্দ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন