২৪ অক্টোবর ২০২৫

আবারও কর্ণফুলীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে তরুণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হয়ে কলেজের ছাত্রের মৃত্যুর দুইদিন পর এবার গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ইমন দাশ (১৭) নামে এক তরুণ। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (৩০ মে) বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইমন শিলক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নামে ইমন। গোসল করার এক পর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানায় স্থানীয়রা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বলেন, নিখোঁজ তরুণের খোঁজে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছিয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন