২৪ অক্টোবর ২০২৫

আবারও ছোট সাজ্জাদের দ্বন্দ্বে গুলাগুলি, ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ!

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সংঘটিত গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকতের ২৮ নম্বর দোকানে আকবর এক নারীসহ ছয়জনের একটি দলের সঙ্গে বসেছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা চার যুবক আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন আকবর ও আশপাশের আরও দুইজন। আকবর দৌড়ে পালাতে চেষ্টা করলেও শরীরে ৩-৪টি গুলি লাগে।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “নারীটি হামলার পর গুলিবর্ষণকারী যুবকদের সঙ্গেই ঘটনাস্থল ত্যাগ করেন।” আহত অপর ব্যক্তি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মী এবং সৈকতে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, আকবরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ ১০টির বেশি মামলা রয়েছে। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা এবং ‘সন্ত্রাসী’ সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

পতেঙ্গা থানার অন্তর্গত বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ বলেন, “গুলিতে দুজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”

স্থানীয় সূত্র জানায়, এই হামলার পেছনে কারাবন্দি ছোট সাজ্জাদের অনুসারীদের সম্পৃক্ততা রয়েছে। কারণ, ঢাকাইয়া আকবরের হাতেই সাজ্জাদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। এ দ্বন্দ্ব থেকে প্রতিশোধ নিতে হামলা চালানো হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, ছোট সাজ্জাদ ও ঢাকাইয়া আকবর একসময় দুর্ধর্ষ ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ছিলেন। তবে সম্প্রতি বড় সাজ্জাদের সঙ্গেও আকবরের সম্পর্কের অবনতি ঘটে।

এই হামলার ঘটনার প্রেক্ষিতে পতেঙ্গা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, পুরো ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীদের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সংঘবদ্ধ অপরাধী চক্রের এই রেষারেষি নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং চট্টগ্রাম মেডিকেল সূত্রের পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন