২৫ অক্টোবর ২০২৫

আবারো টেস্ট অধিনায়ক সাকিব, ডেপুটি লিটন

স্পোর্টস ডেস্ক»

টাইগার টেস্ট দলের নতুন অধিনায়ক এখন সাকিব আল হাসান। তার ডেপুটি লিটন কুমার দাস।  মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় আবারো স্থলাভিষিক্ত সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবের নেতৃত্বেই নামবে টিম টাইগার। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে আচমকা টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই । ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন এই ব্যাটিং জিনিয়াস।

মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর পরই সাকিবের অধিনায়কত্ব পাওয়া নিয়ে গুঞ্জন ছিলো। অবশেষে তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তৃতীয় বারের মত টেস্ট অধিনায়কত্বের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব যার মধ্যে জয় তিনটি ও হার ১১ টিতে।

আরও পড়ুন