২৪ অক্টোবর ২০২৫

‘আবাসন সমস্যা সমাধানে রিহ্যাব কার্যকর ভূমিকা রেখেছে’

বাংলাধারা প্রতিবেদন »

‘বাংলাদেশের আবাসন সমস্যা সমাধানের ক্ষেত্রে রিহ্যাবের কার্যকর ভূমিকা ছিল এবং এখানো আছে। সেজন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে রিহ্যাবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি আপনাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম অঞ্চল আয়োজিত চার দিনব্যাপি ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম শহরে আজ থেকে প্রায় বিশ বছর আগে বাসা ভাড়া নিতে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হতে হতো। মাসের পর চলে গেলেও খালি বাসা পেত না। এখন কিন্তু হাজার হাজার বাসা ‘ভাড়া দেওয়া হবে’ লিখে দেয়া হয় এমনকি পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় যে বাসা খালি আছে। এ আবাসন যে তৈরি হচ্ছে এর সিংহ ভাগ অবদানও কিন্তু রিহ্যাবের।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন সফল সরকার প্রধান। তিনি যে একজন দক্ষ ও সফল সরকার প্রধান তা এখন বিশ্ববাসী ও বিশ্ব নেতৃবৃন্দ স্বীকার করছে। তার কারণ বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে।

মেয়র আরও বলেন, আবাসন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে রিহ্যাবের সদস্য হতে হবে- বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিফলন বা প্রয়োগ লক্ষ্য করা না গেলেও এখন থেকে সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করবে।

সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জনসংখ্যার তুলনায় দেশে ভূমি অনেক কম। দেশে যাতে আবাসন সমস্যা না হয় রিহ্যাব সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করছি। রিহ্যাব এখন থেকে যে অবদান রেখে যাচ্ছে ভবিষ্যতে প্রজন্মের জন্য তাদের কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। দেশে অল্প আয়ের মানুষ যাতে থাকতে পারে, অল্প আয়ের মধ্যে যাতে আবাসনের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাগুলো আবাসনের কোনো প্ল্যান পাস করতে রিহ্যাব সদস্যদের সঙ্গে আলোচনা করলে আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে সবার সহযোগিতা কামনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ শিশুদের সংগঠন নিস্পাপ অটিজম ফাউন্ডেশনকে ১ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল এবং স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কিমিটি চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

এর আগে ফেয়ার উপলক্ষে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সামনের থেকে সাইকেল র‌্যালি বের করে করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।

ফেয়ারের দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) কোমলমতি শিশুদের সৃজনশীল মেধা বিকাশের জন্য ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘ক’ শাখায় ‘লাল সবুজের বাংলাদেশ’ এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ‘খ’ শাখায় ‘তর্জনীতে স্বাধীনতা’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সর্বমোট ১০ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেলায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মেলায় প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা, দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল অপরটি মাল্টিপল। সিঙ্গেল প্রবেশমূল্য ৫০ টাকা আর মাল্টিপল প্রবেশমূল্য ১০০ টাাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থী মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন।

ফেয়ারে আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ ফেয়ারে প্রথমবারের মত গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করেছে ১৮টি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ১৪টিসহ সর্বমোট ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন