চট্টগ্রাম নগরীতে একটি ভেজাল ও নিষিদ্ধ প্রসাধনীর সামগ্রীর গোডাউনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় এসব পণ্যের সরবরাহকারীকে ২৫ টাকা জরিমানা ও ৫ লাখ টাকার প্রসাধনী জব্দ করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকালে নগরের কোতোয়ালী থানাধীন আলকরণের ১নম্বর গলির একটি আবাসিক ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আনজুমান আরা নামের এক নারী ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউনিক মার্ট নাম দিয়ে এ সকল ভেজাল পণ্য বিক্রয় করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, প্রসাধনীগুলোতে হাইড্রোকুইনিন ও মার্কারির অধিক উপস্থিতির কারণে বিক্রয় নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া লোগো ব্যবহার এবং অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদন এর তারিখ, মেয়াদ ও মূল্য ছিল না।













