৩০ অক্টোবর ২০২৫

আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা, আটক 8

চট্টগ্রাম নগরীর গণি হোটেলে নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকায় ৮ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর কোতয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন রোডের গণি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার, রিয়া আক্তার সুমি।

এবিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, গণি হোটেলে দীর্ঘদিন যাবত রমরমা দেহ ব্যবসা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) বোরহান উদ্দিন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ওবায়দুল হক।

আরও পড়ুন