মিরসরাই প্রতিনিধি »
করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারে কীটনাশক পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। এসময় মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়।
রোববার (২৯ মার্চ) দুপুরে মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হেনা বাদশা ও ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুকের ব্যক্তিগত উদ্যোগে জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়।
এসময় আবুতোরাব দক্ষিণ বাজার ও স্কুল গেইট এলাকায় জীবাণুনাশক পানি স্প্রে করা হয়।
মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগের যৌথ সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি।
একার্যক্রম আগামীকাল থেকে চলমান থাকবে বলে তিনি আরো জানান, ক্রমান্বয়ে অত্র বাজারের আশপাশ এবং স্কুল, কলেজ, মাদ্রাসার আঙ্গিনায় জীবাণুনাশক ওষুধ মিশানো ভাউজারের পাইপ দিয়ে পরিষ্কার করা হবে।
মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা পোশাক এড়িয়ে চলতে হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













