২৩ অক্টোবর ২০২৫

আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”

আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। উপস্থাপিত হয় নতুন স্বাধীনতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা সভা।

আলোচনা পর্বে অংশগ্রহণ করেন দূতাবাসের উপপ্রধান শাহনাজ রানু, শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজিম, জনতা ব্যাংকের সিও কামরুজ্জামান, বিমান বাংলাদেশ আবুধাবির নির্বাহী শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, প্রথম সহ-সভাপতি জাকির হোসেন খতিব, বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, যুগ্ম সম্পাদক আবুল বাশার, সদস্য সাখাওয়াত হোসেন বকুল, নূর হোসেন সুমন, প্রকৌশলী আমজাদ হোসেন, এ কে এম নিজাম প্রমুখ।

এছাড়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব আবুধাবির সদস্য এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন