২৩ অক্টোবর ২০২৫

আবুধাবিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আবুধাবি বিএনপি।

শুক্রবার আবুধাবির সেন্ডমেরিন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আবুল বশর।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এস এম দিদারুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, সাগর হোসেন, সেলিম উল্লাহ, রফিকুল ইসলাম রোমান এবং মোহাম্মদ নাসির।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস ভূঁইয়া। সাংগঠনিক বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ সেলিম, আবুল হোসেন ও জালাল উদ্দিন।

আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন