আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশক মেসার্স জি এন এন্টারপ্রাইজের গোডাউনে দুর্ধর্ষ চুরি হয়েছে। ২০ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে সিংহরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
সংঘবদ্ধ চোরের দল ছয়টি তালা কেটে গোডাউনের ভেতরে প্রবেশ করে নগদ ৪ লােখ ৬৭ হাজার টাকা ও ২ লাখ ৪৬ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মঈনুদ্দিন বোরহান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা সদরের পাশে সিংহরা রাস্তার মাথায় একটি মার্কেটের ভেতর চারটি রুম ভাড়া নিয়ে আবুল খায়েরের টোব্যাকো পণ্যের সরবরাহের ব্যবসা করে আসছেন জি এন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ৩০ জন কর্মকর্তা কর্মচারী কাজ করেন।
ঘটনার দিন রাত দশটায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বোরহান গোডাউন বন্ধ করে চন্দনাইশের বাড়িতে যান। সকাল বেলা এসে কর্মচারীদের কাছে জানতে পারেন গোডাউনের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন সিগারেট ও বিড়ির কার্টন নেই। ড্রয়ারে রাথা নগদ টাকাগুলোও দেখা যাচ্ছে না। দ্রুত তিনি মালিকের সাথে যোগাযোগ করেন।
প্রতিষ্ঠানের মালিক মোস্তাক আহমদ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মেসার্স জি এন এন্টারপ্রাইজের মালিক মোস্তাক আহমদ বলেন, আমার দীর্ঘদিনের ব্যবসায়িক জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।
জানতে চাইলে আননোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা যারা সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বাংলাধারা/এফএস/এএ













