৩০ অক্টোবর ২০২৫

আবুল মাল আবদুল মুহিতের জানাজা সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বেলা এগারোটায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও, মন্ত্রিপরিষদের সদস্যসহ দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।

তারা বলেন, তার এই মৃত্যুতে দেশের অর্থনীতি এবং রাজনীতির অঙ্গনে যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। সেখান থেকে তার মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এরপর সাবেক এই অর্থমন্ত্রী মরদেহ দাফনের জন্য সিলেটে নেয়া হবে।

এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যে জানাজাটি হবার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, কোভিডের কারণে গত দুই বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোনো জানাজা হয় নি। তাই সংসদে জানাজা হবে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুহিতকে নেওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আরও পড়ুন