২৯ অক্টোবর ২০২৫

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বিজিএমইএ’র শোক

বাংলাধারা প্রতিবেদক »

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এক শোক বার্তায় তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত গত ২০০৯-২০০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে নীতিগত সহায়তা প্রদানসহ বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যেও আমাদের জাতীয় অর্থনীতিকে দৃঢ়ভিত্তির উপর দাঁড় করানোর ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা পালন করেছেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন