২৩ অক্টোবর ২০২৫

আব্দুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষক: সৈয়দ মোস্তফা আলম মাসুম 

উত্তর হাটহাজারী প্রবীণ বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় বিএনপি নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ এবং বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষক। তার হাত ধরেই অনেক রাজনৈতিক নেতাকর্মীর সৃষ্টি হয়েছে।

মাসুম বলেন, “তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান এবং বাংলাদেশের প্রগতিশীল নেতাদের নেতা। আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিনবার এমপি এবং মন্ত্রী ছিলেন। তিনি বিএনপির জন্ম লগ্ন থেকে চট্টগ্রামে দলের শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

এছাড়া, তিনি দেশের নানা ক্ষেত্রে অবদান রেখেছেন, বিশেষ করে সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে। তার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা খুবই পরিলক্ষিত হচ্ছে।

এছাড়া, স্মরণ সভায় প্রবীণ বিএনপি নেতা মুহাম্মদ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও প্রবীণ নেতা ওবাইদুল আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন—মো. সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, মওলানা মুহাম্মদ নাসির আহমদ, হাজী মুহাম্মদ আবুল বশর, মো. নুরুল ইসলাম বাচা, সাবেক সেনা কর্মকর্তা মো. ছদরুল আলম, মো. জসিম উদ্দিন, মুহাম্মদ শামসুল আলম, মো. জামাল উদ্দিন, মো. শাহ্ আলম, মো. আলী আজম মেম্বার, যুবদল নেতা মো. জাহেদ, মো. মোর্শেদুল আলম, মো. আমির হোসেন, মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

শেষে, স্মরণ সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে আব্দুল্লাহ আল নোমানসহ হাটহাজারীর প্রয়াত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন