২৩ অক্টোবর ২০২৫

আমতলীতে কাঠের ব্রীজ ভেঙ্গে দূর্ভোগে ৫’শ শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসী

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের সর্দারপাড়া চুড়াখালী বিজিবি ক্যাম্প ও চুড়াখালীর মধ্যভর্তি স্থানে অবস্থিত একমাত্র কাঠের ব্রিজটি মঙ্গলবার সকালে হঠাৎ ভেঙ্গে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে কয়েকশো শিক্ষার্থ, পুলিশ-বিজিবির সদস্যসহ কয়েক হাজার মানুষ।

এই ব্রীজটি দিয়ে প্রতিদিনই বিদ্যালয়ে আসা করে এসব শিক্ষার্থীরা। চলাচলের আরো কোনো বিকল্প সড়ক পথ না থাকায় বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে যোগাযোগের অন্যতম এই সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে আমতলী উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্ব আমতলী প্রাথমিক বিদ্যালয়, বিজিবি ক্যাম্পসহ কয়েকটি গ্রামের হাজারো জনসাধারণ।

গতকাল সকালে ব্রীজটি আকস্মিক ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অধিকাংশই বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে বলে জানাগেছে।

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল চৌধূরী জানিয়েছেন, এলাকাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে গত বছর আমি সম্পূর্ন ব্যক্তিগত অর্থায়নে বিজিবি ক্যাম্প ও চুড়াখালীর মধ্যভর্তি স্থানে একটি কাঠের ব্রীজ নির্মাণ করে দিয়েছিলাম।

চেয়ারম্যান জানান, বাঘাইছড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা, আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড কর্তৃপক্ষকে, রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটির সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদারসহ উদ্বর্তন সকলকেই এই একটি ব্রীজ তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।

জেলা পরিষদের চেয়ারম্যানসহ অনেকেই জায়গাটি দেখেও গেছেন, ছয় মাসের মধ্যে ব্রীজ নির্মাণের প্রতিশ্রæতিও দিয়েছিলেন। কিন্তু বিগত এক বছরেও এই স্থানটিতে ব্রীজ তৈরি কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। চেয়ারম্যান রাসেল জানান, উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা-সেমিনারে আমি বিয়ষটি তুলে ধরলে সকলেই কথা দিয়েছিলো কিন্তু পরবর্তীতে কেউই কথা রাখেনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন