২৪ অক্টোবর ২০২৫

আমদানি নিষিদ্ধ হাঁস-মুরগির খাবার রাতের আঁধারে পাচার হচ্ছিল হালিশহরে

বাংলাধারা প্রতিবেদক »

নগরের হালিশহরের আনন্দবাজার এলাকায় আমদানি নিষিদ্ধ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) নামের মাছ ও হাঁস-মুরগির খাবার মাটির নিচে গর্তে ফেলে ধ্বংস করেছিল কাস্টম হাউস। একটি চক্র সেই পণ্যগুলোই তুলে নিয়ে রাতের আঁধারে ট্রাকে করে করছিল পাচার। সেই খবর গোপন সূত্রে জানতে পারে কাস্টমস কর্মকর্তারা। পরে হালিশহর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ১০টি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চলে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার তারেক হাসান।

তারেক হাসান জানান, সম্প্রতি আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ পোলট্রি ফিড (এমবিএম) ধ্বংস করার লক্ষ্যে নগরীর আনন্দবাজার এলাকায় ডাম্পিং করা হয়। সোমবার দিবাগত  রাতে একটি সংঘবদ্ধ চক্র ডাম্পিং স্টেশন থেকে এসব নিষিদ্ধ পণ্য ট্রাক ভর্তি করে পাচারের চেষ্টা করে। এসময় পুলিশের সহায়তায় ১০টি ট্রাক ভর্তি পণ্য আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযান শুরুর আগে কয়েক ট্রাক পণ্য পাচার হয়েছে বলে জানতে পেরেছে কাস্টমস। এসব পণ্য আটকের চেষ্টা চলছে।

শুল্ক কর্মকর্তা এবং আমদানিকারকরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং কানাডায় এমবিএম নিষিদ্ধ হলেও সেসব দেশ থেকে রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন