ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকেও অতিক্রম করতে পারবে। আমাদের ভিত্তি ও শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি সৎ থাকে, তাহলে কোনো আমলাও দুর্নীতি করতে পারবে না। জামায়াতে ইসলামী আজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে; আমরা দুর্নীতিকে ‘না’ বলতে চাই।”
শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়।
রেজাউল করিম আরও বলেন, “যাকাতভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের সব সমস্যা সমাধানে মাত্র পাঁচ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, ‘বড় ভাই সিস্টেম’ বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা দেখিয়ে দিয়েছে মেধাই সর্বশ্রেষ্ঠ। বাংলাদেশে আর বড় ভাই সিস্টেম চলবে না।”
কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।
কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।













