২৯ অক্টোবর ২০২৫

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি; সাজ্জাদ সভাপতি-সম্পাদক টিপু

বাংলাধারা প্রতিবেদন »

মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সভাপতি ও মো. জাহেদ হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুন) চট্টগ্রামে বসবাসরত মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কমিটি গঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই কমিটি কাজ করবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন