২৩ অক্টোবর ২০২৫

“আমরা যেনো পুরানো বাংলাদেশে ফিরে না যায়”: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা বলেছেন, আমরা যেনো পুরনো বাংলাদেশে আর ফিরে না যায়। সোমবার (২৬ মে) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান চত্ত্বরে এক পথসভায় এ কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, এনসিপি কি ধরনের বাংলাদেশ চাই এবং আপনারা কি ধরনের বাংলাদেশ চান সেটা নিয়ে কথা।

তিনি বলেন, আমার ভাইদের খুন করা হয়েছে ও পঙ্গু করা হয়েছে। সেটির বিচার আমরা নিশ্চিত করব।নতুন একটি বাংলাদেশ আপনাদের সাথে নিয়ে গড়ব।রাঙ্গুনিয়ায় সরকারি কলেজ থেকে অনেক মেয়েরা এসেছে এবং রাঙ্গুনিয়ায় আন্দোলনের সময় অনেক মেয়েরা লীড দিয়েছে।আমাদের সামনের বাংলাদেশে এমন পরিস্থিতি যেনো থাকে। সেটা আমাদের এনসিউর করতে হবে।

পথসভা কর্মসূচিতে অন্যদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, জোবায়ের হাসান আরিফ,সাগুফতা বুশরা মিসমা,আব্দুল করিম টিপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন