আমলাদের দুর্নীতি খুঁজে বের করা হচ্ছে না কেন, জানতে চেয়ে কবি ও লেখক ফরহাদ মজহার বলেন আমলাতন্ত্র বাংলাদেশে ক্যানসারের মতো এটা সরাতে হবে।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনে ‘বাংলাদেশ পরমাণু বিজ্ঞান গবেষণার সম্ভাবনা, সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আমলাদের দুর্নীতি খুঁজে বের করা হচ্ছে না কেন, জানতে চেয়ে ফরহাদ মজহার বলেন, আমলাতন্ত্র বাংলাদেশে ক্যানসারের মতো এটা সরাতে হবে। আগে সবকিছু নিয়ন্ত্রণ হতো সেনাবাহিনীর দ্বারা, এখন সব নিয়ন্ত্রণ করে আমলারা। এই যে রূপপুর, এটা কারা করল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ কারা পাশ করল, এটা কি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে খোঁজ নেয়া হয়েছে?
ফরহাদ মজহার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ৮ আগস্টেই শেষ করে দেয়া হয়েছে পুরোনো সংবিধানের অধীন শপথ নেয়ার মাধ্যমে।
তিনি বলেন, জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে। জনগণের ক্ষমতা চর্চা করার ব্যবস্থা থাকতে হবে। সে জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই হলো জুলাই গণ-অভ্যুত্থানের মর্ম।
এ লেখক বলেন, ‘আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে পারিনি বলেই অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে পড়ছি। সংবিধান দ্বারা আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।’
ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে ফরহাদ মজহার বলেন, ‘গণক্ষমতা আর শিক্ষা অর্জন একে-অপরের পরিপূরক। দুটোই খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা পরিবর্তন ঘটাতে পারব। ধর্ম নৈতিকতা শিক্ষা দেয়, কিন্তু ধর্ম আমরা বিশ্বাস করতে চাই না।’
মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত দিক কাজে লাগানোর আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, বিজ্ঞান চর্চা করার জন্যও বিজ্ঞানীদের ক্ষমতা থাকতে হবে। রাষ্ট্রকে বিশ্বাস করতে হবে গণ সার্বভৌমত্বের প্রয়োজনীয়তা।