৮ ডিসেম্বর ২০২৫

আমাজনের ধোঁয়ায় ব্রাজিলে ফুটবল ম্যাচ স্থগিত

বাংলাধারা ডেস্ক »

আগুনে উজাড় হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনের জঙ্গল। আগুনের সর্বগ্রাসী তাণ্ডবে ছাই হচ্ছে পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ সরবরাহকারী অ্যামাজন। আশেপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ধোঁয়া। যার প্রভাব পড়েছে ব্রাজিলের ফুটবলে।

রিও ব্রাঙ্কোর এক স্টেডিয়ামে এ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হয়। খেলোয়াড়রা শ্বাস ফেলতে পারছিলেন না। ফলে তাড়াহুড়ো করে মাঠ ছাড়েন তারা।

ব্রাজিলের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয় অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো ও লুভেরডেন্স। ম্যাচ গড়াতেই পুরো স্টেডিয়াম ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে প্রায় ৭ মিনিট খেলা বন্ধ থাকে।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম কিংবা এর আশেপাশে কোনো ধোঁয়া ছিল না। যদিও আগাম সতর্কতা হিসেবে মাঠে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে, সেই অ্যাম্বুলেন্স আসতেই ১৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়। ম্যাচ শুরুর ৬ মিনিট পর স্টেডিয়ামটি পুরোটা ঢেকে যায় ধোঁয়ায়। পরে ম্যাচ আবারো মাঠে গড়ালে অ্যাতলেটিকো অ্যাক্রেয়ানো ৩-২ গোলে জেতে।

এ ধোঁয়া স্টেডিয়ামে কীভাবে এলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কারণ সেখান থেকে আমাজন বেশ দূরে। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময় এর কোনো আলামত ছিল না।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা) তাদের এক টুইটে জানিয়েছে, অ্যামাজন থেকে আসা ধোঁয়ার কারণে ব্রাজিলের বিভিন্ন প্রদেশের আকাশ কালো হতে শুরু করেছে। এর আগে গত ১৯ আগস্ট ব্রাজিলের রাজধানী সাও পাওলো দিনের বেলায় এক ঘণ্টা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। সেই ধোঁয়ার উৎপত্তি ছিল রাজধানী থেকে ২৭০০ কিলোমিটার দূরের অগ্নিকাণ্ড।

অ্যামাজন দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের অংশ রয়েছে তবে এর তিনভাগের দুই ভাগই ব্রাজিলে। তাই ব্রাজিল সরকারের গৃহীত বিভিন্ন নীতিকেই অগ্নিকাণ্ডের কারণ বলে অভিযোগ করা হচ্ছে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই রেকর্ড সংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অ্যামাজনে।

পরিবেশবাদীদের দাবি, বন সংরক্ষণে অতীতের সরকারগুলোর নীতির বিপরীতে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট বলসোনারো। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সন্দেহ করছেন বন উজাড় করতে এনজিও গুলো অ্যামাজন জঙ্গলে গিয়ে আগুন ধরাচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন