মিরসরাই প্রতিনিধি »
করোনা জয় করে চট্টগ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমিপ। তাঁর অনুপস্থিতিতে মিরসরাইয়ে দলের হাল ধরেছেন তাঁর মেঝ ছেলে জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল।
শনিবার (২১ নভেম্বর) মিরসরাই স্থানীয় মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় প্রত্যেকটি ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রুহেল বলেন, ‘করোনা সংক্রমণ আবারো বাড়ার সম্ভাবনা আছে। সরকার এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমাদের বসে থাকলে চলবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মানুষকে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। আবারো লকডাউনের মত পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে।’
তিনি বলেন, ‘আমার বাবা তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। মিরসরাইয়ের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। আপনারা তাঁর বিশ্বস্ত মানুষ। আপনারা তাঁকে সহযোগিতা না করলে তিনি আজকে এত বড় মাপের নেতা হতে পারতেন না।’
মতবিনিয়ম সভায় স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সমালোচনা করে বলেন, ‘আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। অথচ আমাদের ছাত্রলীগ নেতাকর্মীরা শুধু সেলফি তোলার কাজে ব্যস্ত থাকে। তাদেরকে স্যোসাল মিডিয়ায় এসবের প্রতিবাদ করতে দেখা যায় না।’
শেষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক মাঠের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর













