আবদুল আলীম সাইফুল, আরব আমিরাত »
দুবাই মামজার পার্কে এসএসসি/এইচএসসি- ০১/০৩ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) দুবাইয়ের মামজার পার্ক কিছু সময়ের জন্য যেন এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল কিছু তরুণদের পদচারণায়।
নতুন শতাব্দীর প্রথম এসএসসি পরীক্ষা ছিল ২০০১ সাল আর সেই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা আজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তারা আজও তাদের সেই বন্ধন অটুট রাখতে অনলাইন ভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যেমে নিজেদের যোগাযোগ অক্ষুণ্ণ রেখে চলেছে তারই ধারাবাহিকতায় আরব আমিরাতে অবস্থানরত এসএসসি/এইচএসসি ০১/০৩ এর শিক্ষার্থীরা সর্বপ্রথম ২০১৯ সালে এক মিলনমেলার মাধ্যমে একত্রিত হয়েছিল। এরপর কোভিড ১৯ এর কারণে আর সেভাবে আর মিলিত হওয়ার সুযোগ হয়ে উঠেনি।
গত ৭ জানুয়ারি গ্রুপের সক্রিয় বন্ধু শাহ মইন উদ্দিনের আমন্ত্রণে আবুধাবি, শারজাহ, আজমান, রাস আল খাইমা থেকে জুমার পর একে একে বন্ধুরা সবাই মামজার পার্কে জড়ো হতে থাকে মহূর্তেই সবাই একে অপরকে এতটা আপন করে নেয় যেন তারা যুগ যুগান্তর একে অপরের পরিচিত।

মধ্যাহ্ন ভোজ শেষে সবাই সিদ্ধান্ত নিয়েছে আগামী মার্চের ২য় সপ্তাহে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গ্রুপের বর্ষপূর্তি ও মিলনমেলার আয়োজন করা হবে।
এই মিলনমেলা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছিল ইউ এ ই গ্রুপের এডমিন খন্দকার আমিনুল ইসলাম, হারুনুর রশীদ, মোহাম্মদ আবু ইউসুফ, নিজাম উদ্দিন তপু, ফরহাদ হোসেন এবং তুষারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা ও চলমান মহামারি থেকে চিরতরে মুক্তির প্রত্যাশায় দোয়া করা হয়।













