২৬ অক্টোবর ২০২৫

আমিরাতে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়া দেশে আসতে পারবে

আবদুল আলীম সাইফুল, আরব আমিরাত »

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীরা কোন ধরনের জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৩ মে) স্থানীয় গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন রাষ্ট্রপতি।

আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নতুন আদেশ অনুযায়ী যে সমস্ত ভিসার মেয়াদ ১ মার্চের পূর্বে শেষ হয়েছে আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীরা কোন ধরনের জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

ঘোষণায় বলা হয়, গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন।

দেশটির ফেডারেল অথিরিটি এন্ড আইডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির এই আদেশটি” সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। খামিস আল কাবি আমিরাতে অবস্থানরত বৈধতা ছাড়া বসবাসরত সকলকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন