২৪ অক্টোবর ২০২৫

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে শোক দিবস পালন

আবদুল আলিম সাইফুল, আমিরাত »

স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় দুবাই কনস্যুলেটে পালিত হয়েছে।

বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় আলোচনা সভা।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর ফাতেমা জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, এন আর বি ব্যাংকের চেয়ারম্যান সি আই পি মাহতাবুর রহমান নাসির, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম, শ্রম কাউন্সিলর ফকির মনোয়ারসহ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউউই, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ’র নেতৃবৃন্দ।

বক্তারা বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের বিচার দাবী করে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।

আরও পড়ুন