আরব আমিরাত প্রতিনিধি »
‘অনন্য সাধারণ ও মহিমান্বিত মাস হলো পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মুসলিমদের জন্য সিয়াম সাধনার পবিত্রতম মাস এটি। কোরআনে আল্লাহ পাক নিজের সঙ্গে রোজার সম্পর্কে ঘোষণা করেছেন। সব ইবাদত-বন্দেগি থেকে রোজাকে আলাদা মর্যাদাও দিয়েছেন। রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেদের সংশোধন ও ক্ষমার চর্চা করতে হবে।’
বৃহত্তর ফরিদপুর সমিতি ইউএই’র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের গুরুত্ব জানা। বিশ্বের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা রমজানের রোজাকে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যের জন্য উপকারী। রমজানের রোজার উপকারিতা অমুসলিমরাও গ্রহণ করছেন চিকিৎসা হিসেবে পালন করে।
বৃহত্তর ফরিদপুর সমিতির নেতৃবৃন্দরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যতটুকু সম্ভব আমরা তা করবো৷ বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবে এই সমিতি। প্রবাসের পাশাপাশি বৃহত্তর ফরিদপুর এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকাবে বলেও জানান নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।













