১৭ ডিসেম্বর ২০২৫

আমির গ্রুপের প্রতারণা; দেশী আঁখের চিনি নামে রং-কেমিক্যাল মিশ্রিত চিনি বিক্রি

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

কেয়া কনজুমার ব্র্যান্ডের খাঁটি দেশী আঁখের চিনি নামে রং ও কেমিক্যাল মিশ্রিত সাদা চিনি ভোক্তাদের নিকট বিক্রয়কালে অভিযান চালিয়ে ১২০ প্যাকেট ভেজাল চিনি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

ভ্রাম্যমান আদালতের সুত্রে জানা যায়, আমির গ্রুপের কেয়া ব্রান্ডের খাঁটি দেশী আঁখের চিনি নাম ব্যবহার করে রং ও ক্যামিকেল মিশ্রিত সাদা চিনি বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। এক ভোক্তা উপজেলা নির্বাহী অফিসারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালে তিনি পৌরসদরস্ত থানা সংলগ্ন এলাকায় চৌধুরী স্টোরে নামে এক মুদি দোকানে অভিযান চালিয়ে তার সত্যতা পায়।

এ অভিযানে আমির গ্রুপের কেয়া ব্রান্ডের ১২০প্যাকেট ভেজান চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানান, এক ভোক্তা আমাদেরকে জানানোর পর আমরা মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে পরীক্ষা করতে আসলে তার সত্যতা পাই। এঘটনায় দোকানীদের কোন দোষ নেই। কেয়া ব্র্যান্ডের নামে একটি কোঃ সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে খাঁটি আঁখের চিনি বলে বাজারে বিক্রি করছে।

তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু কোম্পানী এবং ব্যবসায়ী এ ধরণের ভেজাল পণ্য বাজারজাত করার জন্য সক্রিয়া থাকে।

ইউএনও রুহুল আমীন ব্যবসায়ীদের শুদ্ধচার ও সৎ ও মানবিক হয়ে ব্যবসা করতে নির্দেশ দেন। যারা মুসলিম ব্যবসায়ী আছেন তারা রমজানে ভেজাল পণ্য পরিহার করে সীমিত লাভের সহিত ব্যবসা করবেন।

এই সময় আমির গ্রুপের কেয়া ব্রান্ডের ১২০প্যাকেট ভেজান চিনি জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ