বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বলেছেন, “আমি বড় বড় ব্যানার-পোস্টারে ছবির রাজনীতি করি না। আমি প্রায় ৩৫ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু কখনোই আমার নামে কোনো স্লোগান বা বিশাল পোস্টার দেখবেন না।”
মঙ্গলবার (১০ জুন) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফটিকছড়ির বখতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নিজ গ্রামে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের বহিষ্কৃত দুই নেতার একজন ছিলেন আমার বাবা, অ্যাডভোকেট ফয়েজ। জিয়াউর রহমান যখন জাগদল গঠন করেন, তখন আমার বাবা ছিলেন ৭৪ সদস্যের সেই দলের চট্টগ্রাম থেকে একমাত্র সদস্য। পরবর্তীতে জিয়াউর রহমান তাঁকে ইউরোপের পাঁচটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার, সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, অ্যাডভোকেট আফছার উদ্দিন হেলাল, বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব শাহজাদা সৈয়দ ওমর ফারুক, বখতপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক উল আজম, এবং সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আজম প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের বিশেষ আয়োজন করা হয়।